বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন কমেট বিমান ও ব্রিটিশ গোপন দলিল (হার্ডকভার)
বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন কমেট বিমান ও ব্রিটিশ গোপন দলিল (হার্ডকভার)
৳ ১৮০০   ৳ ১৫৩০
১৫% ছাড়
Quantity  

৯৯০ বা তার বেশি টাকার বই অর্ডারে ডেলিভারি চার্জ ফ্রি। কুপন: FREEDELIVERY

প্রথম অর্ডারে অতিরিক্ত ১০০ টাকা ছাড়;  ১০০০+ টাকার বই অর্ডারে। ৫০ টাকা ছাড়; ৫০০+ টাকার বই অর্ডারে। কুপন: FIRSTORDER

১০% নিশ্চিত ছাড় এবং ডেলিভারি একদম ফ্রি !!  মাত্র ১০০০ বা তার বেশি টাকার পাঠ্যবই ও অনুশীলনমূলক বই -এর জন্য প্রযোজ্য। কুপন কোড: ACADEMIC ব্যবহার করলেই 

একাডেমিক বইয়ে প্রতি ১০০০ টাকার অর্ডারে একটি করে খাতা ফ্রি ও ডেলিভারি ফ্রি। কুপন কোড: KHATA

Home Delivery
Across The Country
Cash on Delivery
After Receive
Fast Delivery
Any Where
Happy Return
Quality Ensured
Call Center
We Are Here

পৃথিবীর যে প্রান্তে যেভাবেই থাকুক জাতির পিতার জীবনের অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রহরের আবেগমথিত স্মৃতি যে এই বিমানটির সঙ্গে যুক্ত-এই বিমানে বসেই বাঙালি জাতিরাষ্ট্রের প্রতিষ্ঠাতা শেখ মুজিবুর রহমান চারটি গুরুত্বপূর্ণ বিষয়ে সিদ্ধান্ত নিয়েছিলেন,
'আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি'-কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ১৯০৫ সালে বঙ্গভঙ্গ আন্দোলনের প্রাক্কালে লেখা এই অমর গানটিকে সদ্য স্বাধীন রাষ্ট্রের জাতীয় সংগীত করবেন।
এই উড়োজাহাজে বসে তিনি দৃঢ়তার সঙ্গে সিদ্ধান্ত নেন-দিল্লিতে নামার পর বাংলাদেশের পরম সুহৃদ, যুদ্ধদিনে আমাদের মিত্র রাষ্ট্র ভারতের প্রধানমন্ত্রী শ্রীমতী ইন্দিরা গান্ধীকে অনুরোধ করবেন ৩১শে মার্চ ১৯৭২-এর ভেতর বাংলাদেশ ভূ-খণ্ড থেকে ভারতীয় সৈন্যদের প্রত্যাহার করে নেওয়ার জন্য। (পরবর্তী সময়ে সুচারুভাবে এই সৈন্য প্রত্যাহারের কাজ সম্পন্ন হয়েছিল)।
এছাড়াও বাংলাদেশে যে পার্লামেন্টারি ব্যবস্থার শাসনতন্ত্র গ্রহণ করা হবে-সে সিদ্ধান্তের বিষয়েও বঙ্গবন্ধু কমেট বিমানে বসে সফরসঙ্গীদের তাঁর এই একান্ত ভাবনার কথা বলেছেন।
দিল্লি থেকে ঢাকা ফেরার পথে সেই বিমানে বসেই বাংলাদেশের মানচিত্র-সংবলিত প্রথম পতাকার নকশায় পরিবর্তন এনে বর্তমানরূপ (অর্থাৎ সবুজ আয়তক্ষেত্রের ওপর লালবৃত্ত) নিয়ে আলোচনা করেন বঙ্গবন্ধু।
সদ্য স্বাধীনতাপ্রাপ্ত রাষ্ট্রের জন্য সেই মুহূর্তে যে সিদ্ধান্তগুলো সবচেয়ে বেশি গুরুত্ববহ-সাত কোটি মানুষের হৃদয়ের আবেগকে তিনি যেমন অনুবাদ করে নিতে পারতেন কারাকক্ষের নির্জন সেলে বসেও তেমনি মুক্ত বিহঙ্গের মতো উড্ডয়নের মুহূর্তেও তাঁর মন-প্রাণ-হৃদয়জুড়ে-বাঙালির জন্য যা কিছু মঙ্গলকর যা কিছু শুভ, সেই শুভচেতনা সতত ডানায় ভেসে পৌঁছে যেত কাল থেকে মহাকালে। তাই বঙ্গবন্ধুর স্মৃতিবিজড়িত এই বিমানটি বাঙালির কাছে গুরুত্বপূর্ণ। পৃথিবীর যে প্রান্তেই থাকুক-এই কমেট বিমানটি বাঙালির আবেগের সঙ্গে এক অটুট বন্ধনে জড়িয়ে আছে।

Title : বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন কমেট বিমান ও ব্রিটিশ গোপন দলিল
Author : তারিক সুজাত
Publisher : জার্নিম্যান বুকস
ISBN : 9789849626916
Edition : 1st Published, 2022
Number of Pages : 379
Country : Bangladesh
Language : Bengali

তারিক সুজাত জন্ম ১৯৬৫-র ১০ সেপ্টেম্বর, ঢাকায়। কবি-লেখক-ভাষাসংগ্রামী বহুদর্শী পিতা তােফাজ্জল হােসেন ও মা হােসনে হেনা হােসেনের দ্বিতীয় সন্তান। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে রাষ্ট্রবিজ্ঞানে এম.এস.এস। কাব্যগ্রন্থ প্রতিবিম্ব ভেঙে যাও (১৯৮৬), যাবাে বলে থেমে থাকতে নেই (১৯৯৭), সময়কে আমি উল্টো পায়ে হেঁটে যেতে দেখেছি। (২০০৩), আকাশপুরাণ (২০০৯), কবিতাসংগ্রহ ১ (২০১৩), সবুজে ধুয়েছি পা (২০১৫), নির্বাচিত ১০০ কবিতা (২০১৫), জন্মের আগেই আমি মৃত্যুকে করেছি আলিঙ্গন (২০১৬), ছিন্নডানার মানুষপাখি (২০১৭), কবিতাসংগ্রহ ২ (২০১৭), নির্বাচিত কবিতা (২০১৮), কালের ক্যাসিনাে | (২০১৮), বসন্তের বাতাসটুকুর মতাে (২০১৮), পা বাড়াই প্রাণের পথে (২০১৮), যা, ভেসে যা (২০১৮) বেরােনাে ছাড়াও তাঁর সম্পাদনায় প্রকাশিত হয়েছে অকালপ্রয়াত কবি আবুল হাসান-এর গল্পসংগ্রহ ও কাব্যনাটক ওরা কয়েকজন। বাংলাদেশের অনভিপ্রেত দীর্ঘ সামরিক স্বৈরশাসনকালে নিষিদ্ধ ঘােষিত একাধিক পত্র-পত্রিকা সম্পাদনা ও প্রকাশনার ক্ষেত্রেও তারিকের কৃতিত্ব প্রশ্নাতীত। সাংস্কৃতিক আন্দোলনে দেশের তারুণ্যশক্তির একনিষ্ঠ সংগঠক, এদেশের কবিদের প্রধান সংগঠন জাতীয় কবিতা পরিষদ-এর প্রতিষ্ঠাতা সদস্যদের অন্যতম। বর্তমানে সংগঠনটির সাধারণ সম্পাদক। কর্মজীবনেও সৃজনশীল পেশায় নিয়ােজিত। খ্যাতনামা ইন্টেরিয়র, গ্রাফিক ডিজাইন | ও প্রকাশনা সংস্থা জানিম্যান-এর কর্ণধার।। | প্রযুক্তিনির্ভর নিউ মিডিয়াসহ গণমাধ্যমের বিভিন্ন শাখায় সক্রিয় তারিক সুজাত দৈনিক ভােরের কাগজ ও দেশটিভি’র পরিচালনার সঙ্গেও যুক্ত। | গ্রাফিক ডিজাইনের জন্য ইতােমধ্যে দুটি আন্তর্জাতিক পুরস্কার ও সম্মাননা লাভ করেছেন। গােথেনবার্গ বইমেলায় ২০১৭ সালে সুইডিশ আর্ট কাউন্সিলের আমন্ত্রণে ফেলােশিপ প্রােগ্রামে অংশগ্রহণ। কবিতার জন্য ২০০৬ সালে পেয়েছেন ভারতের ‘কৃত্তিবাস’ পুরস্কার ও ২০১৭ সালে প্রথম আলাে পুরস্কার, ২০১৮ সালে পেয়েছেন। ‘সিটি-আনন্দ আলাে পুরস্কার।


If you found any incorrect information please report us


Reviews and Ratings
How to write a good review


[1]
[2]
[3]
[4]
[5]